• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

 ফুলবাড়ীতে ২ হাজার ৩২০ জন প্রান্তিক কৃষক পেল বীজ ও সার 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৩:৪৪ পিএম;
 ফুলবাড়ীতে ২ হাজার ৩২০ জন প্রান্তিক কৃষক পেল বীজ ও সার 
 ফুলবাড়ীতে ২ হাজার ৩২০ জন প্রান্তিক কৃষক পেল বীজ ও সার 

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসুচির আওতায় উপজেলার দুই হাজার ৩২০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহানুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, উপজেলার ৭ টি ইউনিয়নসহ পৌরএলাকার দুই হাজার ৩২০ জন প্রান্তিক কৃষকের মাঝে ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এরমধ্যে এক হাজার ৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি সরিষা বীজ এক কেজি, ডিএমপি সার এক কেজি ও এমওপি সার এক কেজি। ২০০ কৃষকের মাঝে জনপ্রতি দুই কেজি গমের বীজ ও ১০ কেজি এমওপি সার। ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি এক কেজি মুগডাল বীজ, এক কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার, ৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি এক কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি এক কেজি সূর্যমূখী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ